সদ্যই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সেখান থেকে এশিয়া কাপের মঞ্চে শিরোপা যুদ্ধে নেমেছে টাইগ্রেসরা। এশিয়ার শ্রেষ্ঠত্ব নির্বাচনে বাংলাদেশ এই মুহূর্তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

সেখানে নেমেই প্রথম ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছে জ্যোতিরা। ভালো খেলা সত্ত্বেও টাইগ্রেসরা ফোকাস পাচ্ছে না, এটা স্বীকার করে নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিলেটে বাংলাদেশের ম্যাচ দেখে বিসিবি সভাপতি বলেন, ‘মেয়েরা অনেকদিন ধরেই ভালো খেলছে। আমরা দেখছি না, তাকাচ্ছি না এটা আমাদের ব্যর্থতা। বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে এমন নউ, এর আগেও হয়েছে, বাছাই পর্ব উৎরে বিশ্বকাপ খেলেছে, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে, সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে।’