জরায়ু ছাড়াই মা হচ্ছেন তরুণী
ইংল্যান্ডের বাসিন্দা জর্জিয়া ব্যারিংটন পেশায় একজন ধাত্রী বা মিড ওয়াইফ। পেশার কারণে প্রতিদিনই একাধিক নারীকে সন্তানের জন্ম দিতে দেখেন ২৮ বছরের এ তরুণী। তাদের সাহায্য করেন প্রসবের সময়। অথচ নিজেই মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত। কারণ ১৫ বছর বয়সে জর্জিয়া বেরিংটন জানতে পারেন তিনি ‘মায়ার-রোকিটানস্কি-কুস্টার-হাউসার সিনড্রোম’ নামে এক রোগের শিকার হয়েছেন। সে কারণে তিনি জরায়ু ছাড়াই জন্মেছেন। কিশোরী বয়সেই তিনি জানতে পারেন, ...বিস্তারিত