মান্নার মায়ের ভূমিকায় শাবানা থাকেননি যে কারণে
১৯৯৯ সালে মুক্তি পাওয়া আম্মাজান চলচ্চিত্রটি ঢাকাই ছবির ইতিহাসে অন্যতম সফল চলচ্চিত্র। ছবিতে কিংবন্তি অভিনেত্রী শাবানার অভিনয় করার কথা ছিল প্রয়াত নায়ক মান্নার মায়ের চরিত্রে। পরিচালক কাজী হায়াতের প্রথম পছন্দ ছিল এই শাবানাকেই। কাজী হায়াতকে শিডিউল দেবেন বলেও ছবিটি থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। ইচ্ছে থাকা সত্ত্বেও প্রয়াত নায়ক মান্নার মা হতে পারেননি শাবানা। ‘আম্মাজান’ ছবির পেছনের গল্প বলতে গিয়ে কাজী ...বিস্তারিত