স্বার্থের বাইরে যে ভালোবাসা
সেতো কেবল বাবার,
অকাতরে, হাসিমুখে খেটে যায় আজীবন
তোমার মুখে তুলিতে খাবার।

ঢাল হয়ে আগলে রাখে
শত ঝড়ের আঘাত থেকে,
পূরণ করিতে শত আবদার
কখনো তব যায়নি বেঁকে।

বাবার খুশিতে রব খুশি
দোয়া নাও তাই বাবার,
বাবার দুঃখে রব দুঃখি
কভু আঘাত করো না আবার।

বাবার মর্ম কে বুঝিবে কবে
কভু না হয়ে বাবা,
থাকতে রতন করো সাধন
হারালে আর পাবা!

বাবাকে খোদা বাঁচিয়ে রেখো
সারা জনম ধরে,
বাকিটা জীবন কাটাতে চাই
তাহার সেবা করে।

হারিয়েছো যারা এই নিয়ামত
দুনিয়া থেকে নিয়েছে বিদায়,
দু’হাত তুলে স্মরণ করো
তোমার কাছে সে কি চায়।