মুশফিকুর রহিম তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপে উইলো হাতে দারুণ পারফর্ম করছেন ।উইকেট-রক্ষকেরও দায়িত্ব পালন করছেন সমানভাবে।

নাজমুল একাদশের হয়ে খেলছেন প্রেসিডেন্টস কাপে। তার দল ফাইনালেও পৌঁছে গেছে। তবে দুর্ভাগ্য মুশফিকের।
বুধবার তামিম একাদশের বিপক্ষে উইকেট-রক্ষকের দায়িত্ব পালন কালে ডান কাঁধে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচের ২৬ ওভার চার বলের সময় ইয়াসির আলী রাব্বির ক্যাচ ধরতে গিয়ে নিজেকে সামলে রাখতে পারেননি। এরপর বেশ কিছুক্ষণ মাঠেই বসে ছিলেন কাঁধে হাত দিয়ে। এরপর ফিজিওর কাঁধে ভর করে মাঠ ছাড়েন।

তবে খুশির খবর, সেরে উঠেছেন মুশফিক। তার ঘনিষ্ঠ সূত্র জানান, ফাইনালে খেলতে মুখিয়ে আছেন তিনি। শুধু ব্যাটিং নয় দায়িত্ব পালন করবেন উইকেট-রক্ষকেরও।

ফাইনাল ম্যাচ হবার কথা ছিল ২৩ অক্টোবর, শুক্রবার। তবে বৈরি আবহাওয়ার কারণে ম্যাচ পিছিয়ে নেয়া হয়েছে ২৫ অক্টোবর, রোববার। মূলত, এ কারণেই তৈরি হবার সুযোগ পেয়েছেন দেশ সেরা এই ব্যাটসম্যান।