নিজস্ব প্রতিবেদক: দেশে পবিত্র রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি মার্চ মাসের ২২ দিনে প্রবাসীরা বৈধ ও ব্যাংকিং চ্যানেলে ১৪১ কোটি ৪৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১১০ টাকা হিসেব ধরে) ১৫ হাজার ৫৫৮ কোটি টাকা।

রোববার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মার্চের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এসেছে ১৪১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ডলার। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৮ কোটি ২৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ১৫ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২০ কোটি ৪৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ লাখ ১০ হাজার ডলার।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ডলার। এরআগের মাস ফেব্রুয়ারিতে এসেছিল ২১৬ কোটি ৬০ লাখ ডলার।