অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েই দলকে চ্যাম্পিয়ন করেন ইয়ন মরগ্যান। ঠিক এক বছর আগে নিউজিল্যান্ডকে হারিয়ে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। সেই বিশ্বকাপ জয়ের পর জীবনটাই পাল্টে গেছে বলে জানিয়েছেন ইংলিশ দলপতি।

বিশ্বকাপ জয়ের এক বছর পূর্তিতে এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মরগ্যান বলেন, ‘এখন খেলাটার ওজন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আমি বাইরে গেলেই সবাই আমায় দেখে ছুটে আসে। রাস্তায় বা ক্যাফেতে যেখানেই যাই সবাই এখন আমায় আলাদাভাবে দেখে। এমনকি শুধু দেশে নয়, আমরা যখন বিদেশে ছুটি কাটাতে যাই তখনও এরকম হয়।’

বিশ্বকাপজয়ী অধিনায়ক যোগ করেন, ‘হয়তো কোনো টেনিস ম্যাচ বা গ্রাঁ প্রিঁ দেখতে গেছি, সেখানেও দেখি সবাই চেনে। আসলে পুরো ব্যাপারটিই হচ্ছে ক্রীড়ার উৎসবের। এটা সত্য যে লোকে ট্রফি জিততে ভালোবাসে। ক্রিকেটের গুরুত্ব অবশ্যই আগের চেয়ে বেড়ে গেছে এবং এভাবেই আমার জীবন বদলে গেছে। সবজায়গায় লোকে এখন আমাকে অনেক বেশি চেনে।’

এখন আগামী দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ছক আঁকছেন বলে জানিয়েছেন মরগ্যান। তিনি বলেন, ‘এখনো কোনো দল ৫০ ওভারের বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপের ট্রফি একসঙ্গে পায়নি, এই চ্যালেঞ্জটা তাই দারুণ। বাস্তব সম্ভাবনা চিন্তা করলে বলতে পারি, পরের দুটি টি-২০ বিশ্বকাপের মাঝে যদি একটিও জিততে পারা যায় তা হবে অসাধারণ কিছু। আর দুটিই জিততে পারলে সেটা আমার মতে ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের চেয়েও বড় অর্জন হবে।’

এমন ধারণা কারণ জানিয়ে মরগ্যান বলেন, ‘আমার এভাবে বলার মূল কারণ, দুটি আসরই হবে দেশের বাইরে। অস্ট্রেলিয়াতে সবকিছু অস্ট্রেলিয়ার পক্ষে থাকবে, ভারতে থাকবে ভারতের। তাই ৫০ ওভারের বিশ্বকাপের ওপরে রাখতে হলে দুটিই জিততে হবে।’