মোবাইল ব্যাংকিং সেবা বিকাশে প্রতারণা চক্রের প্রধানসহ ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের প্রধান ওয়ালিদ হোসেন জানান, শুক্রবার (১৬ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে প্রতারণা করে জনগণের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে পুলিশের কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি আরও জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাইফুল ইসলাম (২২), লিটন হোসেন (২৩), জুবায়ের শেখ (২২), গোলাম কিবরিয়া মন্ডল (১৯), ইমরান মোল্লা (২৩), শাওন হোসাইন মন্ডল (১৮), মিনজারুল ইসলাম মোল্লা (২৫), মো. আশরাফ মোল্লা (২৬) এবং সাগর আহম্মেদ (২৫)।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ৫টি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড এবং ১টি ল্যাপটপ জব্দ করা হয়।