বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ফখরুল সাহেব, লোক ভাড়া করে নিয়ে জনসমাবেশ করেন। আর আমাদের ভয় দেখান? আজকে বাড্ডায় এসে দেখেন লাখ লাখ মানুষ জেগে ওঠেছে। আপনাদের বিরুদ্ধে জেগে ওঠেছে।

তিনি বলেন, খেলা খেলতে চান! তো খেলা হবে। রাজপথে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। সমাবেশের নামে লাঠিতে পতাকা লাগিয়ে পতাকাকে অপমান করবেন? তা হবে না। মানুষ প্রতিহত করবে।’

আজ বিকালে রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর আওোযামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনে খেলা হবে। নির্বাচনে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। যারা ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে। যারা দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে খেলা হবে।

ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম রহমতুল্লাহ এমপি, সহ-সভাপতি ওয়াকিল উদ্দিন, কাদের খান, সাবেক এমপি জাহানার বেগম, মতিউর রহমান মতি, আজিজুল হক রানা, মাজহার এনাম, প্রলয় সমাদ্দার বাপ্পী, আমিনুল ইসলাম আমিন, মিজানুল হক মিজু প্রমুখ বক্তব্য রাখেন।