আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে সবসময় ইস্যু খোঁজে বিএনপি। মিয়ানমার ইস্যুতে ব্যর্থ হয়ে এবার কুকি-চিনর ওপর ভর করেছে। কুকি চিন এর সশস্ত্র তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা। এতে সার্বিক শান্তি বিঘ্নিত হবে না। সরকার অন্তত সতর্ক এবং শক্ত অবস্থান নিয়েছে।

রোববার (৭ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংকাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য কী আন্দোলন করেছে বিএনপি? ৫শ লোক নিয়ে আন্দোলন করতে পারেনি। চোখের পানি, কান্না, তাদের সম্বল। কোনো অজুহাত দেখিয়ে লাভ নেই। বিএনপি আসলে আন্দোলনের সকল শক্তি সামর্থ্য সব হারিয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিরা কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। প্রশাসন নিরপেক্ষ থাকবে। দলীয় নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ।