আন্তর্জাতিক ডেস্ক: নগরনো-কারাবাখ ইস্যুতে ন্যায়সঙ্গত অবস্থান নেওয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আজারবাইজান। পার্সটুডে।

আজারবাইজানের প্রেসিডেন্টের সামরিক বিষয়ক সহকারি জেনারেল মোহাররাম আলীয়েভ বলেছেন, “ইরান হচ্ছে আমাদের মুসলিম প্রতিবেশী দেশ। ইরান এর আগেও নাখচিভান অঞ্চলের ওপর অবরোধের সময় আমাদেরকে সহযোগিতা ও সমর্থন দিয়েছে।”

এর আগে গতকাল আজারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলীয়েভ তুর্কি সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরান কারাবাখ ইস্যুতে ন্যায়সঙ্গত অবস্থান নিয়েছে। এ জন্য তিনি ইরানকে ধন্যবাদ জানান।

আজারবাইজান ও আর্মেনিয়া হচ্ছে ইরানের উত্তর-পশ্চিমের দু’টি প্রতিবেশী দেশ।

নগরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিন্তু ১৯৯০’র দশক থেকে সেটি আর্মেনিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে নগরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এজন্য দু’দেশ পরস্পরকে দায়ী করেছে।

আজারবাইজানের দখলীকৃত ভূখণ্ড ছেড়ে দিতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইরান। একইসঙ্গে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বলেছে।