কোর্টনি ওয়ালশ বেশ কয়েকবার ওয়েস্ট ইন্ডিজ নারী দলের সঙ্গে কাজ করেছেন। আবারও দায়িত্ব পেলেন নারী দলের। উইন্ডিজ ক্রিকেট বোর্ড ক্যারিবীয় এই সাবেক গ্রেটকে দায়িত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত করে ।

উইন্ডিজ ক্রিকেটের পরিচালক ও সাবেক ক্রিকেটার জিমি অ্যাডামস বলেন, ‘কোর্টনি ওয়ালশ আগামী দুটি নারী বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। শুধু জাতীয় দলই নয়, হাই পারফরম্যান্স দলের সঙ্গেও কাজ করবেন তিনি।’

উইন্ডিজ ক্রিকেট নিশ্চিত করেছে, আগামী ২০২২ সালের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। এর মাঝে দুটি ট-টোয়েন্টি বিশ্বকাপেও দায়িত্ব পালন করতে হবে টাইগারদের সাবেক কোচকে।

দীর্ঘ তিন বছর ধরে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেন কোর্টনি ওয়ালশ। ২০১৬ সালে দায়িত্ব নেয়ার পর গত ২০১৯ বিশ্বকাপের পর বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়েন তিনি।

এরপর বেশ কিছুদিন উইন্ডিজ নারী দলের সহকারী কোচের ভূমিকায় কাজ করেন। দায়িত্ব পেয়ে ওয়ালশ বলেন, ‘উইন্ডিজ ক্রিকেটের দায়িত্ব নিতে পারাটা আমার কাছে সব সময়ই অনেক সম্মানের। আমি সবসময়ই চেয়েছি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উন্নয়নে অবদান রাখতে। আমি আমার সব অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নে।’