বিনোদন ডেস্ক: বাংলাদেশি চলচ্চিত্র ‘আয়নাবাজি’ জনপ্রিয় ওয়েবসাইট ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেইজ-আইএমডিবির সর্বোচ্চ রেটিংয়ে রয়েছে । ১০-এর মধ্যে ৯.১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় শীর্ষ স্থানে অবস্থান করে নিয়েছে ছবিটি।

তবে ভোটার সংখ্যা মাত্র ২০ হাজার হওয়ায় সর্বকালের সেরা ১০০-এর তালিকায় নাম উঠাতে পারেনি। ছবিটির ইংরেজি নাম ‘মিরর গেম’।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় চলচ্চিত্র ‘আয়নাবাজি’। এরপর ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত দেশের প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহে হাউজফুল চলে এই ছবি। প্রশংসিত হওয়ার পাশাপাশি পায় ব্যবসাসফল সিনেমার তকমাও।

অমিতাভ রেজার নির্মাণের মুন্সিয়ানা আর চঞ্চল চৌধুরীর দুর্দান্ত অভিনয়ে বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলেছিল সিনেমাটি। যার প্রথম প্রদর্শন হয় কান চলচ্চিত্র উৎসবে। এরপর মুক্তি পায় দেশে। মোট ৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার যায় আয়নাবাজির ঝুড়িতে। আন্তর্জাতিক অঙ্গনেও মিলে অনেক স্বীকৃতি।

সম্প্রতি আইএমডিবির রেটিংয়ে কোন দেশের কোন কোন সিনেমা এগিয়ে আছে, দেশভিত্তিক এমনই এক বিশ্লেষণ চালায় ট্রান্সক্রিপশন ওয়েবসাইট অ্যাম্বারস্ক্রিপ্ট ডটকম। ১৩০টি দেশের ডাটাবেইজ নিরীক্ষা করে শীর্ষ রেটিংপ্রাপ্ত সিনেমাগুলোর তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আর তাতেই প্রকাশ পায় বাংলাদেশি সিনেমার এই মর্যাদাকর অবস্থান। তবে একে খুব বড় কোন অর্জন বলতে নারাজ নির্মাতা অভিতাভ রেজা চৌধুরী।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ শীর্ষ স্থানে রয়েছে। আইএমডিবিতে তার পয়েন্ট ৯.২।