ঢালিউডের আলোচিত অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের ছবি ‘দিন: দ্য ডে’ এবারের ঈদে মুক্তি পেয়েছে। এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে নিজের নানা অবদানের কথা বলেছেন। বলিউডে সুযোগ পেলে কাজ করবেন কী না- এমন প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেছেন, ‘বলিউডেরও অনেক ঊর্ধ্বে আমি আগেই চলে গেছি।’

অনন্ত জলিল আরও বলেন, ‘ইরানের সঙ্গে ছবি করা তো চাট্টিখানি কথা না। ছোটবেলা থেকে ইরানের সিনেমা বিটিভিতে (বাংলা ডাবিং) দেখতাম। মানুষের স্বপ্ন ছিল যে ইরানের ছবি দেখবে। সেই ইরানের সঙ্গে আমি ছবি করেছি। তুরস্কের সঙ্গে ছবি করেছি।’

অনন্ত জলিল আরও বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র জগতের কলাকুশলীরা কলকাতার সঙ্গেই কাজ করত। আমি কাজ করলাম ‘দ্য স্পিড’ মুভি মালয়েশিয়ার সঙ্গে। তারপর দেখেন ‘দিন: দ্য ডে’ মুক্তি পেল। আমি এই কাজটি করেছি ইরানের সঙ্গে। তারপর আমার প্রজেক্ট হচ্ছে ‘দ্য লাস্ট হোপ’, যেটা আমি কাজ করছি নরওয়ের সঙ্গে। তাহলে এখানে প্রস্তাবের কি আছে!’