আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে নিজের নাম মুছে দেয়ার জন্য আমেরিকাকে ৩৩ কোটি ৫০ লাখ ডলার দিতে রাজি হয়েছে সুদান। এই অর্থের নিশ্চয়তা পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্ত্রাসী তালিকা থেকে সুদানকে বাদ দেয়ার পরিকল্পনা করছেন তিনি। পার্সটুডে।

১৯৯৮ সালে তানজানিয়া এবং কেনিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলা হয়েছিল। ওই হামলায় হতাহতদের ক্ষতিপূরণ বাবদ এ অর্থ ব্যয় করা হবে। এর বিনিময়ে আমেরিকা সুদানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেবে।

আমেরিকাকে সন্ত্রাসবাদের জন্য ক্ষতিপূরণ দিতে সুদান রাজি হওয়ায় উল্লাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি টুইটারে দেয়া এক পোস্টে বলেছেন, “বিরাট খবর। সুদানের নতুন সরকার যারা খুব উন্নতি করছে তারা সন্ত্রাসবাদের শিকার এবং তাদের পরিবারগুলোকে ৩৩ কোটি ৫০ লাখ ডলার দিতে রাজি হয়েছে। সুদান টাকা জমা দিলেই আমি কালো তালিকা থেকে তাদের নাম কেটে দেবো।”

তিনি বলেন, দীর্ঘদিন পর আমেরিকার জনগণ ন্যায়বিচার পেল এবং সুদানের জন্য একটি বড় পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।