বিনোদন ডেস্ক: করোনা মহামারির সময় বলিউডের বহু তারকা এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু সোনু সুদ ও অক্ষয় কুমার যেভাবে বিপন্নের সাহায্যে এগিয়ে এসেছেন তাতে মুগ্ধ দেশবাসী। এখন অনেকে দাবি করছেন, তাদের দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্নে ভূষিত করতে হবে। এবিপি আনন্দ।
লকডাউন চলাকালীন অসহায় পরিযায়ী শ্রমিকদের পাশে দেবদূতের মত এসে দাঁড়ান সোনু সুদ। তাদের নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করেন তিনি। সঙ্গে দেন খাবার, জল। করোনার বিরুদ্ধে যারা সামনের সারিতে থেকে লড়াই করছেন সেই পুলিশ ও অন্যান্য কর্মীদের জন্য মুম্বইতে নিজের হোটেলের দরজাও খুলে দিয়েছেন তিনি।
অক্ষয় কুমার বলিউডের সেই হাতে গোনা তারকাদের অন্যতম যিনি করোনা মহামারি দেশে তেমন ছড়িয়ে পড়ার আগেই পিএম কেয়ার ফান্ডে ২৫ কোটি টাকা দিয়েছেন। এর আগেও পুলওয়ামা শহিদদের ফান্ডে, অসম ও চেন্নাই বন্যা এবং অন্যান্য জাতীয় ও সামাজিক ক্ষেত্রে মুক্ত হাতে টাকা দিয়েছেন তিনি। অনুরাগীদের দাবি, তাদের দুজনকেই এবার ভারত রত্ন দিতে হবে।
শেয়ার করুন: