আমাদের মধ্যে অনেকেই গরমের সময়ও ত্বকের শুষ্কতায় ভোগেন।নিষ্প্রাণ হয়ে পরে আমাদের ত্বক।সহজেই উজ্জ্বলতা হারায়। আপনার ঘরে থাকা বাসি রুটিই দেবে এর সমাধান। অবাক হচ্ছেন? …
হ্যাঁ, সকালের নাস্তায় আমরা রুটি খাই। অনেক সময় বেচে যায় রুটি। সকালের এই বেচে যাওয়া রুটি ফেলে না দিয়ে রূপচর্চায় ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক ফেস প্যাক ত্বককে পুষ্টি দেবে। যা কেবলমাত্র আপনার ত্বককেই শিথিল করে না। পাশাপাশি এটি পুরোপুরি ময়েশ্চারাইজ করে। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন-
বাসি রুটিকে প্রথমে গ্রাইন্ডার বা ফুড প্রসেসরে দিয়ে গুঁড়া করে নিন। এরপর এর মধ্যে গোলপা জল ও দুধের সর দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। একটু হলুদ গুঁড়া মেশাতে পারেন। মিশ্রণটি আঙুলে দিয়ে পুরো মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট ভালো করে ম্যাসাজ করুন। এরপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর প্রতিদিনের ব্যবহারের ময়েশ্চারাইজার লাগান।
হলুদে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা আপনার ছিদ্র থেকে ময়লা মুক্ত করতে সহায়তা করবে। গোলাপ জল ত্বককে মসৃণ করে। আর রুটির গুঁড়া প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট হিসাবে কাজ করবে। যা আপনার ত্বকের মৃত কোষ দূর করবে।
সূত্র:ইন্ডিয়ানএক্সপ্রেস