খেলা ডেস্ক: রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে। জোড়া গোল করেছেন, কারিম বেনজেমা। নিজেদের মাঠে এ জয়ের সুবাদে টেবিলের শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো মাদ্রিদ । তবে গ্যালাকটিকোরা বার্সার থেকে এখনো ২ পয়েন্ট পেছনে রয়েছে ।
ঘরের মাঠ আলফ্রেডো ডি স্টেফানোতে অবশ্য প্রথমার্ধে রিয়ালের কঠিন পরীক্ষাই নেয় ভ্যালেন্সিয়া। ম্যাচের ২০ মিনিটে গ্যালাকটিকোদের জালে বলও জড়িয়েছিলো সফরকারীরা। তবে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল।
দ্বিতীয়ার্ধে ঘুড়ে দাঁড়ায় রিয়াল। ৬১ মিনিটে ইডেন হ্যাজার্ডের সাথে বোঝা-পড়ায় দলকে এগিয়ে নেন বেনজেমা। আর ৭৪ মিনিটে ব্যবধান ২-০ করেন সুপার সাব মার্কোস অ্যাসেন্সিয়ো। মাঠে নামার ৩০ সেকেন্ডের মধ্যে স্কোর শিটে নাম তোলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। আর ৮৬ মিনিটে অ্যাসেন্সিয়োর বাড়ানো বলে নিজের ২য় আর দলের ৩য় গোল করেন বেনজেমা।
এই জয়ে ২৯ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট রিয়াল মাদ্রিদের।