খেলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড শনিবার (৪জুলাই) রাতে তাদের বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে । পুরুষদের মধ্যে বর্ষসেরা ক্রিকেটার হলেন, কুইন্টন ডি কক ও নারী ক্রিকেটারদের মধ্যে লরা ভলভার্ডট। ডি কক ২০১৭ সালেও দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করতে পারলেও ভার্চুয়ালি অনুষ্ঠানে দেয়া হয়েছে ২০১৯-২০ মৌসুমের জন্য দক্ষিণ আফ্রিকার সেরা পুরস্কার ‘ক্রিকেট সাউথ আফ্রিকা প্রফেশনাল অ্যাওয়ার্ডস’।
ডি কক বর্ষসেরার পাশাপাশি টেস্টেরও বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে। একইভাবে লরা ভলভার্ডট নির্বাচিত হয়েছে বর্ষসেরার সঙ্গে ওয়ানডেরও সেরা ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ডক্টর জ্যাকস ফাউল বলেছেন, ডি কক টেস্টে ক্রিকেটে সেরা উইকেট-কিপার ও ব্যাটসম্যান। সে লাল ও সাদা উভয় ফরম্যাটের ক্ষেত্রে সেরা ব্যাটসম্যানদের একজন। কক অসাধারণ একজন নেতাও।