বিয়ে আগে সৃজিত এবং মিথিলার প্রেম নিয়ে গুঞ্জনতো কম হয়নি। কিন্তু তারপর গত বছরের ডিসেম্বরে তাদের বিয়ে হয়। এরপরের কাহিনী সবারই জানা… কিন্তু এবার মিথিলা নিজেই তাদের অপ্রকাশিত ছবি সবার সামনে নিয়ে আসলেন ।
রোববার দুপুরে মিথিলা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাদের বিয়ের আগের কয়েকটি ছবি পোস্ট করেন। যেখান তিনি লিখেন, বিক্ষিপ্ত কিছু অপ্রকাশিত স্মৃতি।
প্রথম ছবিটি তাদের ডেটে যাওয়ার। লাল পাঞ্জাবিতে সৃজিত আর হালকা রঙের এলিগ্যান্ট একটি শাড়িতে মিথিলা। সেদিন বেঙ্গালুরুতে ডেট করেছিলেন এই তারকা দম্পতি। কলকাতার দুর্গাপূজার আড্ডার ছবিও রয়েছে তার এই পোস্টে।
সেখানে গাঢ় সবুজ শাড়িতে মিথিলাকে লাগছে সুন্দরী। আরেকটি ছবিতে ক্যাজুয়াল ফ্লোরাল ড্রেসে মিথিলা। আর নীল জিনস আর টি-শার্টে সৃজিতের ছবিটি গোয়ায় বেড়াতে গিয়ে তোলা।
প্রসঙ্গত, গত বছরের ১০ ডিসেম্বর শুক্রবার দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জি-মিথিলার বিয়ে রেজিস্ট্রি করা হয়। চলতি বছরের শুরুর দিকে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় রিসেপশন পার্টি।