ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি শিগগিরি সৌদি আরব সফরে যাবেন। সৌদি থেকে ফিরে তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরান সফর করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন। পার্সটুডে।

আজ রোববার (১৯জুলাই) কাজেমি ইরাকের রাজধানী বাগদাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করবেন। এর একদিন পর কাজেমি সৌদি আরব যাবেন এবং এ সফরে তার সঙ্গে ইরাকের তেল, বিদ্যুৎ, পরিকল্পনা ও অর্থমন্ত্রী থাকবেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিয়াদ সফরের সময় ইরাকি প্রধানমন্ত্রী সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। মনে করা হয়, বিন সালমানের সঙ্গে কাজেমির উষ্ণ সম্পর্ক রয়েছে।

চলতি মাসের প্রথম দিকে ইরাক সরকার জ্বালানি বিষয়ক কিছু উন্নয়ন প্রকল্পের কাজ দিয়েছে সৌদি আরবকে। মনে করা হচ্ছে- ইরাকি প্রধানমন্ত্রীর সফরের সময় এ প্রকল্পে অর্থ বিনিয়োগ করার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। এছাড়া, দু দেশের মধ্যকার আরার সীমান্ত ক্রসিং খুলে দেয়ার বিষয়েও আলোচনা হবে।