স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,অ্যাডভোকেট সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় পুলিশ বাহিনীর জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। এছাড়া তিনি আওয়ামী লীগকে সংগঠিত করতে বিভিন্ন ভূমিকা রেখেছেন।

শনিবার সকালে বনানী কবরস্থানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন একজন সফল স্বরাষ্ট্রমন্ত্রী ও সংগ্রামী নেতা। আমরা তাকে হারিয়ে শোকাহত।

উল্লেখ্য, সাহারা খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পরে তাকে উন্নত চিকিসার জন্য গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে নেয়া হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে থাইল্যান্ডের বাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার মরদেহ দেশে আনা হয়। শনিবার সকাল ১১টা ১০মিনিটে বনানী কবরস্থানে তার জানাজা হয়। জানাজা শেষে সাহারা খাতুনের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়।