মিয়ানমারের ৩০০ আইনপ্রণেতা গণতান্ত্রিক সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করায় সামরিক সরকারকে প্রত্যাখ্যান করেছে । এক বিবৃতিতে শনিবার (৬ ফেব্রুয়ারি) ক্ষমতা দখল করা বর্তমান সামরিক সরকারকে মেনে নিতে অসম্মতি জানান তারা।

রোববার (৭ ফেব্রুয়ারি) তুরস্কের গণমাধ্যম আনাদোলু নিউজ এজেন্সি এক প্রতিবেদন প্রকাশ করেছে।

এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে গণতন্ত্র ফেরানোর জন্য দেশটির আইনপ্রণেতারা সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলে প্রতিজ্ঞা করেছেন।

এদিকে মিয়ানমারে ইতোমধ্যে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার জন্য এ বিষয়ে আইনপ্রণেতাদের নিকট থেকে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। গত ১ ফেব্রুয়ারি দেশটির সরকার অং সান সূ চিকে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। সেই সঙ্গে অনেক আইনপ্রণেতাসহ উচ্চপদস্থ কয়েকজনকে গ্রেপ্তার করে।

সেনাবাহিনী ক্ষমতা দখলের কয়েকদিন পরই সকল প্রকার সোশ্যাল মিডিয়া পরিষেবা বন্ধ করে। এছাড়া অরাজকতা ও বিশৃঙ্খলা রোধে গুরুত্বপূর্ণ শহরের রাস্তায় সেনাবাহিনী অবস্থান করছে।