করোনাভাইরাসে ‘নাজেহাল’ ভারতে গত ২৪ ঘণ্টায় আরও নয় হাজার ৯৮৭ জন আক্রান্ত হয়েছে। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর আগের দিন সোমবার দেশটিতে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৯৮৩ জন। প্রতিনিয়ত দেশটি ভাঙছে আক্রান্তের রেকর্ড।

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেওয়া তথ্যে জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত দুই লাখ ৬৯ হাজার ৮৯৭ জন। যা আক্রান্তের সংখ্যায় বিশ্বে অবস্থান পঞ্চম। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ২৯ হাজারের বেশি মানুষ। এ ছাড়া দেশটিতে গত একদিনে করোনায় মারা গেছে ২৬৬ জন। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়ায় ৭ হাজার ৪৬৬ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় দেশটির শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই প্রদেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮৮ হাজারের বেশি মানুষ। এই সংখ্যা করোনায় সর্ব প্রথম আক্রান্ত দেশ চীনের থেকেও বেশি। এ ছাড়া প্রদেশটিতে মারা গেছে তিন হাজার ১৬৯ জন।

এদিকে, বিশ্বব্যাপী করোনার হিসাব নির্ণয়কারী অন্যতম প্রতিষ্ঠান ওয়াল্ডোমিটারের তথ্যানুযায়ী, আক্রান্তের দিক থেকে ভারতের অবস্থান ষষ্ঠ। দেশটিতে গতকাল পর্যন্ত দুই লাখ ৬৮ হাজার ১২৫ জন আক্রান্ত হয়েছেন। তবে এখনো করোনায় আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২৭ হাজারের বেশি। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত হয়েছেন সাত লাখ ১১ হাজার ৬৯৬ জন। তৃতীয় স্থানে অবস্থানকারী দেশ রাশিয়া চার লাখ ৮৫ হাজার ২৫৩ জয় আক্রান্ত হয়েছেন। দেশটিতে গতকাল পর্যন্ত আট হাজার ৫৯৫ জন মারা গেছেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন