ভারতে করোনাভাইরাসের প্রকোপ প্রতিনিয়ত বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৯ হাজার ৯৮৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে ভারতে করোনা রোগীর সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনা নিয়ে দেওয়া সবশেষ ব্রিফিং অনুযায়ী, দেশটিতে মোট কোভিড-১৯ শনাক্ত মানুষের সংখ্যা এখন ২ লাখ ৫৬ হাজার ৬১১ জন।আক্রান্তের দিক দিয়ে শীর্ষ পাঁচে থাকা রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে তামিলনাডু, রাজধানী অঞ্চল দিল্লি, গুজরাট ও রাজস্থান।

দিল্লিভিত্তিক টেলিভিশন এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতের মোট আক্রান্তের ৭০ শতাংশ এবং মোট মৃত্যুর ৭৮ শতাংশই হয়েছে এ পাঁচটি রাজ্যে। এর মধ্যে আক্রান্তের দিক দিয়ে চীনকে টপকে যাওয়া মহারাষ্ট্রে আক্রান্ত হিসিবে শনাক্ত প্রায় ৮৬ হাজারের মধ্যে ৩ হাজার ৬০ জন মারা গেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সবশেষ তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত ২০৬ জন মানুষ মারা গেছে। আর এ নিয়ে ভারতে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২০০ জনে।।

মহরাষ্ট্রের তিন সহস্রাধিক ছাড়া তালিকায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে গুজরাটে; ১ হাজার ২৪৯ জন। এদিকে রাজধানী অঞ্চল দিল্লিতে প্রাণ হারিয়েছেন ৮১২ জন। এছাড়া মৃত্যুর তালিকায় উপরের দিকে রয়েছে মধ্যপ্রদেশ (৪১২), পশ্চিমবঙ্গ (৩৯৬), উত্তরপ্রদেশ (২৭৫), তামিলনাড়ু (২৬৯), রাজস্থান (২৪০) ও তেলঙ্গানা (১৩৭)।

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪৪৯ জন শনাক্ত হওয়ার পর রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৮ হাজার ১৮৭ জনে দাঁড়িয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে ৩৯৬ জনের মৃত্যুর কথা বলা হলেও রাজ্য সরকার বলছে ৩২৪ জন।

তবে ভারতে আক্রান্ত লাফিয়ে লাফিয়ে বাড়লেও রয়েছে আরেকটি আশাব্যাঞ্জক খবরও। সেখানে সুস্থতার হারও তুলনামূলক বেশি; প্রায় অর্ধেক। আক্রান্ত আড়াই লাখের মধ্যে এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ২৪ হাজার ৪৩০ জন সুস্থ হয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সুস্থ হয়েছেন ৫ হাজার ১৩৭ জন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন তুলে নেওয়ার প্রথ ধাপ কার্যকর হওয়ার মধ্যেই ভারতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। কম সংক্রমণ হয়েছে, দেশটির এমন এলাকায় আজ থেকে আনলক-১ এর আওতায় উপাসনালয়, শপিং মল ও রেঁস্তোরা খুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশের সময়