পোল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের সেনাবাহিনী ছুড়েছে। এতে দুজন নিহত হয়। মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক তদন্তে এমন তথ্য উঠে এসেছে বলে বুধবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক মূল্যায়ন থেকে বোঝা যাচ্ছে যে পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন সেনাবাহিনী নিক্ষেপ করেছে বলে মার্কিন কর্মকর্তারা তদন্ত শেষে জানিয়েছে। এতে বলা হয়. মূলত রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আটকাতেই ইউক্রেন সেনারা পাল্টা এই ক্ষেপণাস্ত্রটি ছুড়েছিল। সেটি পোল্যান্ডে গিয়ে বিস্ফোরিত হয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে পোল্যান্ডের সীমান্তবর্তী একটি গ্রামে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হলে এ নিয়ে হইচই পড়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অন্যান্য বিশ্ব নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। এ ছাড়া জি-৭ জোট এবং ন্যাটোও জরুরি বৈঠকে বসার ঘোষণা দেয়।