বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাব পড়েছে বাংলাদেশেও। করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জন মানুষের।এবং গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪৪৩ জন। করোনায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হওয়ায় দেশে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ১৩৭ জনে।

আজ সোমবার (৩১ জানুয়ারি) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৫৫৬টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৪৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৬ লাখ ৬৪ হাজার ১৯৭টি এবং মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জনে।

আরো পড়ুন: বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ১০ কোটি ৩৫ লাখের বেশি

বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুজন এবং ষাটোর্ধ্ব সাতজন রয়েছেন। বিভাগওয়ারী হিসাবে ১০ জনে মধ্যে ঢাকা বিভাগের সাতজন, চট্টগ্রামের, বরিশাল ও সিলেট বিভাগের একজন করে মারা গেছেন।