ঢাকা-৫ আসনের উপনির্বাচন উপলক্ষে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল থেকে রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এ সরঞ্জাম পাঠানো হয় কেন্দ্রে কেন্দ্রে।

ভোটগ্রহণ সুষ্ঠু করতে কেন্দ্রগুলোতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দেয়া হয়েছে। বিশেষ নিরাপত্তাবলয় তৈরি করায় ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

কর্মকর্তারা জানান, এবার ১৮৭টি কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। থাকবে র‌্যাব-বিজিবির সতর্ক মহড়া।

ঢাকা-৫-এর রিটার্নিং কর্মকর্তা জি এম শাহতাব উদ্দিন বলেন, মাঠে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। আমি আশা রাখি, ঢাকা-৫ আসনের সব ভোটার ভোটকেন্দ্রে আসবেন। আমি সব ভোটারকে আহ্বান জানাব, আপনারা ভোট কেন্দ্রে আসবেন। আপনারা আপনাদের পছন্দের ভোটারকে ভোট দিয়ে নির্বিঘ্নে বাসায় ফিরে যাবেন। সেই লক্ষে আমরা নিরাপত্তাব্যবস্থা সাজিয়েছি।