খুলনায় রাইসা ক্লিনিকের পরিচালক ডা. আবদুর রকিব খানকে হত্যার ঘটনায় বিচার দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছেন চিকিৎসকরা। গতকাল দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার উদ্যোগে নগরীর সাতরাস্তার মোড়ে ডা. মিলন চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই দাবিতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক-চিকিৎসকদের সংগঠন বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ’র খুলনা জেলার নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এ সময় তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান। এদিকে ডা. রকিব হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করে খুলনা থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় আবদুর রহিম নামের একজনকে গ্রেফতার করেছে। জানা যায়, রোগীর স্বজনদের হামলায় গুরুতর আহত ডা. রকিব খান মঙ্গলবার সন্ধ্যায় আবু না?সের হাসপাতা?লে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ছিলেন। রাইসা ক্লিনিকে চিকিৎসা নেওয়া এক রোগীর মৃত্যুতে তার স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে সোমবার রাতে ডা. রকিবকে বেধড়ক মারপিট করে। এতে মাথায় আঘাত লাগায় মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়। গতকাল এ হত্যাকান্ডে র বিচারের দাবিতে চিকিৎসক সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. গাজী মিজানুর রহমান। বক্তারা বলেন, ‘গরিবের ডাক্তার’ হিসেবে খুলনায় খ্যাত ছিলেন ডা. রকিব। জনপ্রিয় চিকিৎসক গরিব রোগীদের বিনামূল্যে ওষুধ দিতেন। নামমাত্র মূল্যে চিকিৎসাসেবা দিতেন। অথচ, তাকেই রোগীর স্বজনরা পিটিয়ে হত্যা করল। নেতৃবৃন্দ এ হত্যাকান্ডে র দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন