করোনা সংক্রমণে শনিবার (২০জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছেন নতুন আরো ৩২২৪ জন। পার্সটুডে।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রাণ হারালেন মোট ১৪২৫ জন। আর মোট শনাক্তের সংখা দাঁড়িয়েছে ১,০৮,৭৭৫ জন।

আজ শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিন প্রকাশ করে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এ সময় প্রতিদিনের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

এদিকে আজ মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছেন, প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।কামাল লোহানী ফুসফুস ও কিডনি জটিলতার পাশাপাশি হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যায়ও দীর্ঘদিন ধরে ভুগছিলেন। গতকাল শুক্রবার কামাল লোহানীর কোভিড-১৯ পজিটিভ সনাক্ত হয়।

এ ছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়া ওই পুলিশ সদস্যের নাম ফয়সাল আলম (৩৮)। তিনি বগুড়া শহরের নারুলি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে পুলিশের মোট ৩০ জন করোনায় মারা গেলেন। পুলিশ বাহিনীটির আট হাজারেরও বেশি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

সশস্ত্র বাহিনীর ৪,২৫৩ জন আক্রান্ত

ওদিকে, করোনাভাইরাসে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ৪ হাজার ২৫৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৭১৩ জন।ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সশস্ত্র বাহিনীর মোট ৮ জন মারা গেছেন, তারা অবসরপ্রাপ্ত ছিলেন। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আরো দুই চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) ডা. মুজিবুর রহমান রিপন মারা গেছেন। শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভেন্টিলেশনে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ডা. মুজিবুর রহমান রিপন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৩ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর)- এর হিসাব অনুযায়ী, করোনায় এ পর্যন্ত ৪২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন চিকিৎসক।

এ ছাড়া, বরিশাল সরকারি জেনারেল হাসপাতালের (সদর) চর্ম ও যৌন রোগ বিভাগের সিনিয়র কন্সালট্যান্ট ডা. মো. এমদাদ উল্লাহ খান করোনার উপসর্গ নিয়ে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (শুক্রবার ) বিকেল ৫টা ৩৫ মিনিটে মারা গেছেন।

একজন পুলিশ সদস্যের মৃত্যু

এ ছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়া ওই পুলিশ সদস্যের নাম ফয়সাল আলম (৩৮)। তিনি বগুড়া শহরের নারুলি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে পুলিশের মোট ৩০ জন করোনায় মারা গেলেন। পুলিশ বাহিনীটির আট হাজারেরও বেশি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

জনপ্রশাসনের পৌনে দুই শ’ কর্মকর্তা আক্রান্ত

সরকারের তিনজন সচীব সহ প্রশাসন ক্যাডারে পৌনে দুই শ কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই মাঠ প্রশাসনের। শনাক্তদের অর্ধেকের মতো সুস্থ হওয়ার পথে আছেন। সাবেক ও কর্মরত মিলিয়ে মারা গেছেন ১০ কর্মকর্তা। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন আটজন। আর বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন ৭০ জনের মতো কর্মকর্তা। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ) ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।