করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আক্কাস আলী খান (৬১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া চরপাড়া গ্রামে নিজ বাড়িতে বৃহস্পতিবার (১৮জুন) বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হলো।

আক্কাস আলী খান বাটিকামারী ইউনিয়নের বাহাড়া চরপাড়া গ্রামের জলিল খানের ছেলে।

মুকসুদপুর ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান জানান, আক্কাস আলী গত সোমবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। পরের দিন মঙ্গলবার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

এরই মধ্যে স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত দল আক্কাস আলীর দাফনকাজ সম্পন্ন করেছে।