করোনাকালে সম্পূর্ণ কোরআন মুখস্ত করলেন মিশরীয় নারী নাসমা ফুলি। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অন্যান্য দেশের মতো মিশরেও লকডাউন বাস্তবায়ন করা হয়। লকডাউনের সময়কে কাজে লাগিয়ে পূর্ণ কোরআন মুখস্ত করে ফেলেন তিনি। আলওয়ান, খবর ওয়ান।

নাসমা ফুলি বলেন, আমি আরো দেড় বছর আগে পবিত্র কোরআনের হাফেজা হওয়ার সংকল্প করি। সংকল্প অনুযায়ী ঘরের কাজের পাশাপাশি সপ্তাহের ২ দিন বৃহস্পতি ও শুক্রবার ব্যতীত বাকি পাঁচদিন কোরআনের ৫ পৃষ্ঠা করে মুখস্থ করতে শুরু করি। এভাবে ১৯ পারা মুখস্ত করতে পারি।

তিনি বলেন , এরমধ্যে হঠাৎ পাওয়া করোনার অবসরকে বিশেষ গুরুত্ব দিয়েছি। শুধু তাই নয় , একই সঙ্গে আমি পেছনের মুখস্ত করা পারাগুলোও নিয়মিত তিলাওয়াত করতাম। আর এভাবে আমার চর্চার পরিমান বাড়িয়ে দিই।

নাসমা জানান , তিনি মেয়েকে কোরআনের মুখস্ত করা পাঠ শোনাতেন। করোনা আসার পর মেয়েই তাকে বাকি পারাগুলো মুখস্ত করতে জোর দেয় এবং সহযোগিতা করেন । তিনি বলেন , করোনার অবসরে মাত্র ৪০ দিনে কোরআন মুখস্ত সম্পন্ন করে নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি ।