পৃথিবীর আকাশে আগামী বুধবার (১৫জুলাই) দেখা মিলবে ধূমকেতুর। এ বছরের মার্চ মাসে সি/২০২০ এফথ্রি বা নিওওয়াস নামে এই ধূমকেতুটি আবিষ্কার হয়েছে । আর এ বছর দেখার পর আবার দেখা যাবে ৬ হাজার ৮০০ বছর পরে।

এর আগে গত মে মাসে ‘সোয়ান’ নামে এক ধূমকেতু দেখা দিয়ে গিয়েছিল পৃথিবীর আকাশে।

বর্তমানে সূর্যের সঙ্গে দিগন্তরেখা বরাবর প্রায় সরলরেখায় অবস্থান করছে ধূমকেতুটি। ১৫ জুলাইয়ের পর ধূমকেতুটি ধীরে ধীরে সরে যাবে পশ্চিম আকাশের দিকে। তখন সূর্যাস্তের পর উত্তর-পশ্চিম আকাশে খালি চোখে বা বায়নোকোলার দিয়ে দেখা যাবে ধুমকেতুটি। নিওওয়াইসের পরিধি ৩০ কিলোমিটারের কম। এর শরীর তৈরি হয়েছে পাথর, গ্যাস আর বরফ দিয়ে।

বিজ্ঞানীরা বলছেন, আগামী ১২-১৩ জুলাইয়ের পর থেকে আগস্ট অবধি আকাশে আরো স্পষ্ট দেখা যাবে নিওওয়াইসকে। আগামী ২২-২৩ জুলাই পৃথিবীর মাথার উপর দিয়ে ভেসে যাবে। তখন ধুমকেতুটি থাকবে আরো কাছাকাছি, পাশাপাশি। মাত্র ১০ কোটি কিলোমিটার দূরে। আরো বেশি উজ্জ্বল ও স্পষ্ট দেখা যাবে ধুমকেতুটি।

তবে ধূমকেতু দর্শনে বাধা হতে পারে বর্ষার মেঘ।