আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি আরবের কাছে শত শত কোটি ডলারের অস্ত্র বিক্রিকে বৈধতা দিতে গিয়ে ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বর ও অতীত অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেছেন, ইরান পশ্চিম এশিয়া (মধ্যপ্রাচ্য) ও সৌদি আরবের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করছে এবং ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থন দিচ্ছে। পার্সটুডে।

পম্পেও স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক বৈঠকে ইরানের বিরুদ্ধে এসব উসকানিমূলক কথাবার্তা বলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছর সৌদি আরবের দু’টি তেল স্থাপনায় যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল তা ইরান থেকে নিক্ষেপ করা হয়েছিল।এ ছাড়া, ইয়েমেনের হুথিরা সৌদি আরবের অভ্যন্তরে হামলা চালানোর কাজে যে ড্রোন ব্যবহার করে তার প্রযুক্তি তেহরান তাদেরকে দিয়েছে।

মাইক পম্পেও ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাম্প্রতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রতি ইঙ্গিত করে এই আপোষ প্রক্রিয়ায় (কথিত শান্তি প্রক্রিয়া) যোগ দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানান।

গত মাসে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে দখলদার এই অবৈধ রাষ্ট্রের সঙ্গে কথিত শান্তি চুক্তি স্বাক্ষর করে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। পর্যবেক্ষকরা বলছেন, তেল আবিবের সঙ্গে রিয়াদের আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের ঘোষণাও এখন সময়ের ব্যাপার মাত্র। সে লক্ষ্যকে সামনে রেখে সৌদি আরব তার দুই মিত্র আরব দেশকে দিয়ে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়ে আরব জনমত যাচাই করে নিয়েছে বলে তারা মন্তব্য করেছেন।