আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তার দেশের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। ফ্লোরিডার এক নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প এই দাবি করেন। তিনি বলেন, তার প্রশাসন মার্কিন সামরিক শক্তিকে অপ্রতিদ্বন্দ্বী রাখার জন্য কাজ করছে। পার্সটুডে।

সমাবেশে ট্রাম্প বলেন, “আপনারা যে খবরটি শুনতে চান সেটি হচ্ছে- আমাদের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। ওবামা প্রশাসনের সময় আমাদের প্রযুক্তি অন্যরা চুরি করছিল বলে সে সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করা যায় নি কিন্তু এখন আমাদের দখলে সে ক্ষেপণাস্ত্র আছে।”

এর আগে, গত মে মাসেও ডোনাল্ড ট্রাম্প হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কথা বলেছিলেন। সেসময় তিনি এ ক্ষেপণাস্ত্রকে সুপার-ডুপার আখ্যা দিয়ে বলেছিলেন, বর্তমানে আমেরিকার হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে দশ গুণ গতি সম্পন্ন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ যে দাবি করেছেন, মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন তা এখনো নিশ্চিত করে নি। এর ১০দিন আগে রাশিয়া সমুদ্র থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।