সাতক্ষীরায় জেএমবির সিরিজ বোমা হামলার ৬টি মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে আজ। এ রায় ঘোষণার কথা রয়েছে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) এর বিচারক মো. শরিফুল ইসলামের আদালতে ।

২০০৫ সালের ১৭ আগস্ট খেলাফত প্রতিষ্ঠার দাবিতে জেএমবির জঙ্গি গোষ্ঠী দেশজুড়ে সিরিজ বোমা হামলা চালায়। এ বোমা হামলার কয়েক ঘণ্টার মধ্যে এক পকেট মারের দেয়া তথ্য অনুযায়ী জঙ্গি গোষ্ঠীকে সনাক্ত করা সম্ভব হয়।

সাতক্ষীরা শহরের বাকাল ইসলামপুরের বাসিন্দা নাসিরউদ্দীন দফাদার ও ইটাগাছার মুন্না ঘটনার দিন পুলিশের হাতে গ্রেপ্তার হয়। পর্যায় ক্রমে জেএমবির শীর্ষ নেতা শাইক আব্দুর রহমান, সেকেন্ড ইন কমান্ড বাংলা ভাই ও আতাউর রহমান সানি পুলিশ ও র‌্যাবের জালে ধরা পড়ে। সিআইডি পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। এ মামলার ১১ জন আসামিকে যুক্তি তর্ক শেষে গতকাল মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়।

এদিকে মামলার রায় উপলক্ষে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার কারা হয়েছে।