সংসদের পরবর্তী বৈঠকে যোগদানের জন্য নির্ধারিত রোস্টারভুক্ত ১৭০ জন এমপির কভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে শনিবার। আজ সোমবারের মধ্যে তাদের নমুনা পরীক্ষা শেষ হবে। গতকাল পর্যন্ত ৬৫ জন সংসদ সদস্য করোনা টেস্ট করিয়েছেন। এর মধ্যে প্রথম দিনে নমুনা দেওয়া ২০ জন এমপির ফল নেগেটিভ এসেছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অধিবেশন চলাকালে স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলতে বাড়তি সতর্কতা হিসেবে এমপিদের টেস্টের আওতায় নিয়ে আসা হয়েছে। চলমান বাজেট অধিবেশনের পরবর্তী বৈঠকসমূহে নেগেটিভ রিপোর্ট পাওয়া এমপিরাই যোগ দিতে পারবেন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। সংসদ সচিবালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে, চলতি অধিবেশন চলবে আর মাত্র চার কার্যদিবস। এক সপ্তাহ বিরতির পর আগামীকাল ২৩ জুন সংসদের মুলতবি অধিবেশন শুরু হবে। ২৩ ও ২৪ জুন প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা এবং ২৯ জুন অর্থ বিল ও ৩০ জুন বাজেট পাস হবে। আগামী চার কার্যদিবসে অংশ নেবেন এমন ১৭০ এমপির নমুনা পরীক্ষার জন্য ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। এমপির মধ্যে যারা ঢাকায় আছেন তারা সংসদ মেডিকেল সেন্টারে আর যারা বাইরে আছেন তারা নিজ নিজ এলাকায় নমুনা পরীক্ষা করবেন বলে জানা গেছে। গতকাল সংসদ মেডিকেল সেন্টারে ৪৫ জন এমপি পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অধিবেশন পরিচালনার ক্ষেত্রে করোনা সংক্রমণ মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। অধিবেশন আরও সংক্ষিপ্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে; যা আর চার-পাঁচ কার্যদিবস চলতে পারে। তিনি বলেন, সংসদে এসে কেউ করোনা আক্রান্ত হয়েছেন এমন কোনো তথ্য নেই। তবে সম্প্রতি যারা আক্রান্ত হয়েছেন তার দু-এক জন অধিবেশনে যোগ দিয়েছিলেন। এজন্য সতর্কতা আরও বাড়ানো হয়েছে। সংসদ মেডিকেলের ল্যাবে নমুনা পরীক্ষা অব্যাহত রাখা হয়েছে। তিনি জানান, সংসদ মেডিকেলে নমুনা পরীক্ষায় যাদের (কর্মকর্তা-কর্মচারী) করোনা পজিটিভ এসেছে তারা সবাই সংসদ অধিবেশন-সংশ্লিষ্ট নন। সূত্র জানান, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুর খবরে সংসদে করোনা আতঙ্ক বেড়ে যায়। যে কারণে ১৫ জুন সংসদে সম্পূরক বাজেট পাসের পর এক সপ্তাহের জন্য অধিবেশন মুলতবি করা হয়। এরপর একের পর এক এমপিদের করোনা আক্রান্তের খবর আসছে। ইতোমধ্যে চলতি বাজেট অধিবেশনে যোগ দিয়েছেন এমন তিনজন সংসদ সদস্যসহ এ পর্যন্ত ১৫ এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক চিফ হুইপ মো. আবদুস শহীদ ও সংসদ সদস্য মোকাব্বির খান সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন। সর্বশেষ আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি তার মিরপুরের বাসায় আইসোলেশনে রয়েছেন। এ ছাড়া সংসদ মেডিকেলে নমুনা পরীক্ষায় চলতি মাসে শতাধিক কর্মকর্তা-কর্মচারীর করোনা পজিটিভ এসেছে। আর সংসদ ভবনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর প্রায় ২০০ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, করোনা নেগেটিভ নিশ্চিত হয়েই এমপিরা সংসদে যোগ দেবেন। আগে শুধু কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতির কারণে এমপিদের নমুনা পরীক্ষা করার অনুরোধ করা হয়েছ। এটা বাধ্যতামূলক নয়, তবে সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বিষয়টি বিবেচনায় রেখেই বাজেট আলোচনায় অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্ত হয়েছে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন