বিনোদন ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ট্রেলারটি মঙ্গলবার (৬ জুলাই) প্রকাশ হবার পর মাত্র ২ দিনের মধ্যেই এটি দেখেন ৫১ মিলিয়নেরও বেশি মানুষ।
ছবিটি ‘লাইক’ করেন ৮.৬ মিলিয়ন দর্শক। প্রকাশিত হওয়ার ২ দিনের মধ্যে সবচেয়ে বেশি দর্শক সংখ্যার বিচারে হলিউডের অ্যাভেঞ্জার্স সিরিজের ছবি ‘এন্ডগেম’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘দিল বেচারা’। অ্যাভেঞ্জার্স সিরিজের শেষ দু’টি ছবি ‘ইনফিনিটি ওয়ার’ ও ‘এন্ডগেম’ ইউটিউবে যথাক্রমে ৩.২ মিলিয়ন দর্শক ও ২.৯ মিলিয়ন ‘লাইক’ পেয়েছিল। সেই তুলনায় অনেক এগিয়ে সুশান্তের শেষ ছবি।
‘দিল বেচারা’-র ট্রেলারের দর্শক সংখ্যার যে হিসেব দেয়া হয়েছে, সেটা শুধু ইউটিউবের। এছাড়া ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও শেয়ার করা হয়েছে ট্রেলারটি।