করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা । এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তমার সঙ্গে তার পুরো পরিবার । বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জায়েদ খান লেখেন, শিল্পী সমিতির সদস্য চিত্রনায়িকা তমা মির্জাসহ তার পরিবার সদস্যরা করোনায় আক্রান্ত। তমা ও তার পরিবারের জন্য দোয়া করবেন সবাই।
চলচ্চিত্রে তমা মির্জার অভিষেক ঘটে ‘বলো না তুমি আমার’ সিনেমার মধ্য দিয়ে। তমা অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘ও আমার দেশের মাটি’, ‘তোমার কাছে ঋণী’, ‘ইভটিজিং’, ‘মানিক রতন দুই ভাই’, ‘এক মন এক প্রাণ’, ‘নদীজন’, ‘লাভলি’, ‘প্রেমের অধিকার’।
২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান তিনি। সর্বশেষ লেখক সাদাত হোসেন নির্মিত ‘গহিনের গান’ সিনেমায় দেখা গেছে তমাকে।