করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বন্ধ হয়ে যাওয়ার প্রায় তিন মাস পর ঢাকা-লন্ডন রুটে প্রথম শিডিউল ফ্লাইট পরিচালনা করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল দুপুর ১২টা ২০ মিনিটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এয়ারক্রাফট ১৮৭ জন যাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, লন্ডনের ফ্লাইটের শিডিউল ফ্লাইটটি বেলা ১২টা ২ মিনিটে ১৮৭ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে। করোনায় বন্ধ হওয়ার পর বিমানের প্রথম ফ্লাইট এটি। তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় বিমানের ওই উড়োজাহাজটির আসন বিন্যাস করা হয়েছে সোশ্যাল ডিসটেন্সিং মেনটেইন করে। উড়োজাহাজটিতে ২৭১ আসন থাকলেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বাস্থ্যবিধি মেনে ২৫ শতাংশ আসন খালি রেখে যাত্রী পরিবহন করা হচ্ছে। একটি আসনের পর একটি আসন যাত্রীদেরে জন্য নিষিদ্ধ করে চিহ্ন এঁকে দেওয়া হয়। জীবাণুমুক্তকরণ ওষুধ দিয়ে পুরো উড়োজাহাজটি পরিষ্কার করা হয়েছে। জানা গেছে, গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরণীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ ও ৩০ এপ্রিল, তিন দফায় ৩০ মে পর্যন্ত এবং সর্বশেষ দফায় ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। ১৬ জুন ঢাকা থেকে লন্ডন রুটে এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয় বেবিচক। এরই অংশ হিসেবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাঁচ দিন পর ঢাকা-লন্ডন রুটে প্রথম শিডিউল ফ্লাইট পরিচালনা করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ঢাকা-কাতার রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দিলেও কাতারে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তাই যাত্রীরা শুধু ট্রানজিট হিসেবে কাতার ব্যবহার করে অন্যান্য দেশে যেতে পারবেন।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন