আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে আবারোজয়ের আশা দেখে হার নিয়ে মাঠ ছাড়লো । ব্রাইটন অ্যালবিয়নের বিপক্ষে প্রথমে গোল করেও ২-১ ব্যবধানে হেরেছে তারা।
শনিবার ব্রাইটনের ঘরের মাঠ ফ্যালমার স্টেডিয়ামে খেলতে নেমেছিল আর্সেনাল। গোলশূন্য প্রথমার্ধে খেলা খুব বেশি উত্তেজয়া ছড়ায়নি। ম্যাচের ৬৮ মিনিটে দারুণ এক গোলে গানারদের এগিয়ে নেন নিকোলাস পেপে। সাকোর বাড়ানো বলে বক্সের ভেতর থেকেই বাঁ পায়ের বাঁকানো শটে জালে পাঠিয়ে দেন আইভরি কোস্টের ফরোয়ার্ড।
তবে এই লিড বেশিক্কখণ ধরে রাখতে পারেনি তারা। ৭ মিনিট পরই গোল করে ব্রাইটনকে সমতায় ফেরান লুইস ডাঙ্ক। এরপর এগিয়ে যাওয়ার লড়াইয়ে জমে ওঠে খেলা।
অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোল করে স্বাগতিকদের উল্লাসে মাতান নিল মুপে।ফলে লিগ পুনরায় শুরু হওয়ার পর দুই ম্যাচের দুটিতেই হার নিয়ে মাঠ ছাড়ল আর্সেনাল।
এই হারে ৩০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে নবম স্থানেই আছে আর্সেনাল। ৩২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে ব্রাইটন।