নাজমুল হাসান বাঁধন ।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া আনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের অস্থায়ী কাযালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা কাজ করে গেছেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনে শ্রমিকদের অনেক অবদান রয়েছে। দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে একটি মহল অপপ্রচার করছে। আপনার চিন্তা করে দেখেন অতীতের সরকারগুলো শ্রমিকদের জন্য ভালো কোন কাজ করেনি। বর্তমান সরকার শ্রমিক জনতার জন্য ব্যাপক কাজ করে যাচ্ছে। আপনারা সরকারের উন্নয়ন কাজের বিষয়গুলো জনগনের কাছে তুলে ধরেন।
জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, এডভোেকট মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া।
জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান এবং যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর যুব লীগের আহবায়ক আব্দুল মালেক শেখ, জাতীয় শ্রমিক লীগের প্রচার সম্পাদক ইউছুফ মাঝি, বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহআলম তালুকদার, সদর উপজেলা সাধারন সম্পাদক শাহআলম জীবন রেলওয়ে শ্রমিক লীগের সাবেক নেতা জাহাঙ্গীর আলম, ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সভাপতি হাবিব উল্যা বিআইডব্লিউটিএর সাধারণ সম্পাদক মোঃ আক্তার, রিক্সা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল আলী, পানি উন্নয়ন বোর্ডের সাধারণ সম্পাদক ইব্রাহিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তহিদুর রহমান জনি, শ্রমিক লীগ নেতা ইউনুছ পাটওয়ারী প্রমূখ।