মোরাতার দুই গোলে জুভেন্টাসের জয়
সিরি আ’র ম্যাচে ৩-১ গোলে জিতেছে জুভেন্টাস। লাৎজিওর বিপক্ষে পিছিয়ে থেকেও জয় পেয়েছে অ্যান্দ্রেয়া পিরলোর শিষ্যরা। শনিবার রাতে সাদা-কালোদের জার্সিতে দুটি গোল তুলেছেন আলভারো মোরাতা। একটি গোল আদায় করেন আদ্রিয়েন রাবিয়োত। লাৎজিওর হয়ে একমাত্র গোলটি করেন জোয়াকুইন কোরেয়া। ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ১৪ মিনিটের মাথায় গোল হজম করতে হয় জুভেন্টাসকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড কোরেয়া একক নৈপুণ্যে দুর্দান্ত গোল তুলে এগিয়ে দেন সফরকারীদের। ...বিস্তারিত