স্বামীর সহযোগিতায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ সংক্রান্ত মামলার প্রধান আসামিসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এলাকায় ২২ সেপ্টেম্বর এ ধর্ষণের ঘটনা ঘটে।

র‍্যাব -১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের আভিযানিক দল ৪ অক্টোবর রাতে জেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর মাদারগঞ্জ উপজেলার পশ্চিম তারতাপাড়া এলাকায় স্বামীর সহযোগিতায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। আসামিদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় ৪ অক্টোবর একটি মামলা দায়ের হয়। ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে র‍্যাব অভিযান পরিচালনা করে।

র‍্যাব স্থানীয় সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নির্ণয় করে ৪ অক্টোবর রাত ৭টা ৫ মিনিটের দিকে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজার এলাকা থেকে মামলার ২নং আসামি মো. নুর নবী কারীকে (৪০) গ্রেপ্তার করে।

তারপর রাত ৯টা ৪০ মিনিটের দিকে জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকা থেকে মামলার ১নং আসামি ভিকটিমের স্বামী মো. সুজন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রাত ১১টা ৫৫ মিনিটের দিকে জেলার মাদারগঞ্জ উপজেলার পশ্চিম তারতাপাড়া এলাকা থেকে ৪নং আসামি মোছা. রাজিয়া বেগমকে (৩৫) গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আসামিদেরকে মাদারগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।