বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনে ক্রিকেট উন্নয়নের ভিত্তি তৈরি করেছিলেন আরাফাত রহমান কোকো। রাজনীতির বাইরে থেকে পুরোপুরিভাবে খেলাকে খেলা হিসেবেই দেখেছেন তিনি। তার মূল্যবান সময় ব্যয় করেছেন সংগঠনের কাজে। সেটা অত্যন্ত সাফল্যের সঙ্গেই করেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র কোকো। কিন্তু আজকে দেশের ক্রীড়াঙ্গনেও দলীয়করণ করা হয়েছে।

গতকাল দুপুরে ক্রীড়া উন্নয়ন পরিষদ আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মরহুম আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে এ ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ‘আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন গড়ে তোলারও প্রস্তাব করেন মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্রে অবস্থানরত সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের সভাপতিত্বে ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের পরিচালনায় আলোচনা সভায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, ক্রিকেট বোর্ডের সাবেক সহসভাপতি শাহ নুরুল কবির শাহিন, সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব কাজী মহিউদ্দিন বুলবুল, ক্রীড়া সংগঠক তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন