আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে বিশ্বজুড়ে আরো ৫ হাজার ৪শ’র বেশি মানুষের প্রাণ গেছে এবং নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি।

প্রতিদিন সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও ভারত। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৯১ জনের। মোট মৃত্যু ১ লাখ ৫ হাজার ছুঁইছুঁই। ভারতে একদিনে সংক্রমণ শনাক্ত হয়েছে ৭২ হাজারের বেশি।

এদিকে ৮শ’য়ের কাছাকাছি প্রাণহানি হয়েছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার কোভিডে মারা গেছে ৭শ’র কাছাকাছি মানুষ।

সেকেন্ড ওয়েভের শিকার ফ্রান্সে আবারও সাড়ে দশ হাজারের কাছাকাছি সংক্রমণ শনাক্ত হয়েছে একদিনে। করোনায় বিশ্বে মোট প্রাণহানি ১০ লাখ ৫৪ হাজারের কাছাকাছি। মোট আক্রান্ত ৩ কোটি ৬০ লাখের বেশি।

তবে চলতি বছর শেষ নাগাদ করোনা প্রতিরোধে ভ্যাকসিন আসতে পারে বলে আশাবাদ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান।