করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক । শুক্রবার (২অক্টোবর) তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে৷

বর্তমানে জাহাঙ্গীর কবির নানক নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য গত বুধ ও বৃহস্পতিবার দুই দফায় করোনা টেস্ট করা হয় জাহাঙ্গীর কবির নানকের। দুই টেস্টের রিপোর্টেই করোনা পজিটিভ এসেছে।

জাহাঙ্গীর কবির নানক ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি যুবলীগের সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০০৯ সালে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর কবির নানক।