আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ককে অভিযুক্ত করে গ্রিস বলেছে, তুর্কি সরকার গ্রিসের পানিসীমায় অভিবাসী ভর্তি নৌকা পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তবে গ্রিসের এই দাবি তুর্কি সরকার সরাসরি নাকচ করে দিয়েছে। পার্সটুডে।

বিভিন্ন ইস্যুতে তুরস্ক ও গ্রিসের মধ্যে মতবিরোধ রয়েছে। বিশেষ করে ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম এবং গত বছর তুরস্ক থেকে হাজার হাজার শরনার্থীকে স্থল সীমান্ত দিয়ে গ্রিসে ঠেলে দেয়ার ঘটনা নিয়ে তুরস্ক এবং গ্রিসের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

গ্রিসের অভিবাসন বিষয়ক মন্ত্রী নোটিস মিতারাচি বলেন, তার দেশের উপকূলরক্ষীরা গতকাল (শুক্রবার) কয়েকদফা অভিবাসী ভর্তি নৌকার মুখোমুখি হয়েছে। গ্রিসকে উসকানি দিতে এই তৎপরতা চালানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

মিতারাচি বলেন, “এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, এসব অভিবাসীকে তুরস্ক থেকে পাঠানো হয়েছে। আমরা তুরস্ককে উসকানি সৃষ্টি থেকে সরে আসার জন্য আহ্বান জানাব।”