সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কৌশলগত হামেইমিম বিমান ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিরিয়া বিষয়ক প্রধান কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল আলেক্সান্ডার স্কেরবিতস্কি এ তথ্য জানিয়েছেন।
তিনি রোববার (১২জুলাই) বলেন, হামেইমিম ঘাঁটিতে রুশ সৈন্য মোতায়েন রয়েছে এবং সেখানে ড্রোন থেকে হামলার প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। বিমান ঘাঁটি থেকে পাঁচ কিলিামিটার দূরে দু’টি পাইলটবিহীন বিমান গুলি করে নামানো হয় বলে তিনি জানান।
অ্যাডমিরাল স্কেরবিতস্কি বলেন, এ ঘটনায় ঘাঁটির কোনো সেনা হতাহত হয়নি বা কোনো স্থাপনারও ক্ষতি হয়নি।
সিরিয়ায় ২০১১ সাল থেকে বিদেশি মদদে যে ভয়াবহ সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়া হয়েছিল ২০১৮ সালে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের নির্মূলের মধ্যদিয়ে তার অবসান হয়। তবে এখনো কিছু জঙ্গি গোষ্ঠী সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে অবস্থান করছে। তারা মাঝেমধ্যেই হামেইমিম বিমান ঘাঁটিতে মোতায়েন রুশ সেনাদের উপর ড্রোন হামলা চালানোর চেষ্টা করে।#