তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বার বার অনুরোধ করার পরও গণমাধ্যম কর্মীদের চাকরিচ্যুত করা দুঃখজনক। চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার (৩জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত সাংবাদিকদের করোনাকালীন সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী মহামারির এই সময়ে একমাত্র বাংলাদেশেই সাংবাদিকদের প্রণোদনা দেয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া অনেক সাংবাদিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। একই সাথে করোনা আক্রান্ত সাংবাদিকদেরও প্রণোদনা দেয়া হচ্ছে।
তিনি বলেন, করোনার এই কঠিন সময়ে অনেকে অন্ধের মতো সরকারের সমালোচনা করছেন, যা ঠিক নয় বলে মনে করেন তিনি। প্রণোদনা প্রদানের প্রথম ধাপে ১ হাজার ৫০০ সাংবাদিককে প্রনেদনা দেয়া হয়েছে। যার মধ্যে চট্টগ্রামেরই আড়াইশ জন। ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়ানো হবে বলেও জানান তথ্যমন্ত্রী।